এশিয়াডে যোগ হলো আরোও একটি স্বর্ণ

0
58

দ্য কলকাতা মিরর ব্যুরো : জাকার্তা এশিয়ান গেমসের প্রায় বছর দুয়েক পরে ভারতীয় পদক তালিকার যোগ হলো আরোও একটি স্বণ পদক। 4*400 মিক্সড রিলে ইভেন্টে আনাস, পোভাম্মা, হিমা ও রাজীব আকোরিয়া সম্বৃদ্ধ ভারতীয় দল 3:15:71সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থানে শেষ করে  শক্তিশালী বাহরিণের পর।  তবে বাহরিণ দলের কেমি আদেকায়োর দেহে নিষিদ্ধ ড্রাগ স্টানোজোলল পজিটিভের দরুন তাদের স্বণ পদক টি বাতিল হয়ে গেল । ভারতীয় পদক খতিয়ানে 16তম স্বণ পদক যোগে উচ্ছ্বসিত ক্রীড়া প্রেমিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here