সৌম্যজিৎ কর : ক্যারম আস্যোসিয়েশনের অফ বাংলা (29 ইঞ্চি) র উদ্যোগে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল অনলাইন ক্যারম (29 ইঞ্চি) চ্যালেঞ্জ প্রতিযোগিতার। 10ই জুলাই থেকে রাজ্যের সেরা 16জন ক্যারম খেলোয়াড়কে নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতার। প্রতিযোগিতায় ফাইনালে হুগলির শুভ সরকার কে পরাজিত করে জয়ী হয় চন্দন চৌধুরী, তৃতীয় স্থান অধিকারী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী দীপ ঠাকুর। উল্লেখ্য ভাবে এরা তিনজনই জাতীয় প্রশিক্ষক আলোক দের ছাত্র। লকডাউনের মাঝেই ‘প্লুটো-দ্য প্লানেট ক্যারম একাডেমীর’ উদ্যোগে প্রতিযোগিতাতেও সেরা হন চন্দন। অনলাইনে এই ধরনের ক্যারম প্রতিযোগিতা ঘিরে ক্যারম প্রেমীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত। রাজ্য ক্যারম (29 ইঞ্চি)সংস্থার সম্পাদক দিব্যেন্দু সিমলাই জানান ” অনলাইনে আয়োজিত এই প্রতিযোগিতায় মূল উদ্দেশ্য ই খেলাটির প্রসার, বাংলার প্রান্তে প্রান্তে জনপ্রিয়তা বাড়ছে ছোট বোর্ডের ক্যারমের”। উল্লেখ্যভাবে আজ অর্থাৎ 25শে জুলাই থেকে পুরুলিয়ার ছোট্ট শহর আদ্রা র আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত হবে আদ্রা অনলাইন ক্যারম চ্যালেঞ্জ প্রতিযোগিতার। যেখানে পুরুষদের সঙ্গে বোর্ডের লড়াইয়ে মুখোমুখি হবেন মহিলারাও।