তবে কি ইস্টবেঙ্গলের জন্যে আইএসএলের দরজা বন্ধ?

0
47

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইস্টবেঙ্গল যতই ইনভেস্টর যোগাড় করে আইএসএল খেলার মরিয়া চেষ্টা চালাক না কেন, আইএসএল পরিচালনার দায়িত্ব থাকা এফএসডিএল সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী মরশুমে তারা নাকি ভারতের পয়লা নম্বর লীগে নতুন কোনো দলের অন্তর্ভুক্তি চাইছেন না l

সূত্রের খবর গতকাল লীগের সমস্ত স্বত্বাধিকারীদের সাথে এফএসডিএল কর্তাদের এক বৈঠক হয়, সেখানেই ঠিক হয় আগামী মরশুমে দশটি দল নিয়েই হবে আইএসএল l নতুন দল চেয়ে দরপত্র খোলার কোনো ইচ্ছে আপাতত তাদের নেই l ফলে ইস্টবেঙ্গলের জন্যে আইএসএলের দরজা কার্যত বন্ধ l

ইতিমধ্যেই এটিকের সাথে সংযুক্তিকরন করে মোহনবাগান আইএসএল খেলা নিশ্চিত করে ফেললেও, এই খবর যদি সত্যি হয় তাহলে প্রায় 24 বছর পর কলকাতার দুই প্রধানকে খেলতে দেখা যাবে ভিন্ন লীগে l

ইস্টবেঙ্গলকে আইএসএল খেলানোর জন্যে রাজনৈতিক মহল থেকে চাপ আসলেও এফএসডিএল এখনো পর্যন্ত অনড় মনোভাব দেখিয়ে এসেছে l তারা নাকি ইতিমধ্যেই আইএসএলের সূচি তৈরীর কাজও শুরু করে দিয়েছেন যা প্রকাশিত হতে পারে 31সে অগাস্ট l করোনা মহামারীর জেরে এবারের টুর্নামেন্ট একটি বা দুটি শহরেই সীমাবদ্ধ রাখতে চাইছেন এফএসডিএল কর্তারা l গোয়া এবং কেরালাতে এবারের আসর বসার সম্ভাবনা জোড়ালো l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here