দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের সকল প্রস্তুতি আগেই নিয়ে রেখেছিলেন আয়োজকরা। দরকার ছিল শুধু সরকারি সবুজ সংকেতের। গত সপ্তাহেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকারের অনুমতিও মিলেছে। ফলে সিপিএল আয়োজনে আর কোনো বাধা রইলো না। আগামী 18 আগস্ট শুরু হবে টুর্নামেন্ট l
রুদ্ধদ্বার স্টেডিয়ামেই হবে সবকটি ম্যাচ। জীবাণুমুক্ত পরিবেশ ও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ পরিচালনা করবে আয়োজকরা। 33টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ব্রায়ান লারার দেশে ।
তবে স্থানীয় সরকার স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। খেলোয়াড় থেকে শুরু করে ম্যানেজমেন্টসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে কয়েক ধাপের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ত্রিনিদাদে পা রাখার আগে দুই সপ্তাহ থাকতে হবে আইসোলেশনে। করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে তবেই তারা ত্রিনিদাদে আসার অনুমতি পাবেন। ত্রিনিদাদ পৌঁছানোর পর আবারো হবে করোনা টেস্ট। 7 থেকে 14 দিনের ব্যবধানে হবে দুইটি করোনা টেস্ট।
টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় দলকে রাখা হবে একই হোটেলে। টুর্নামেন্ট চলাকালীন কোনো ক্রিকেটার করোনা পজিটিভ হলে গোটা দলকে যেতে হবে আইসোলেশনে