দ্য ক্যালকাটা মিরর বুরো : অল্ড ট্রাফোর্ডের মাঠে রস্টন চেসের প্রাথমিক ধাক্কা সামলে বেন স্টোকস ও ডমিনিক সিবলির ব্যাটে ভর করে ইংল্যান্ড প্রথম দিনটা শেষ করেছিলেন দৃঢ় ভাবেই । দ্বীতিয় দিনেও তাঁদের দিকেই তাকিয়ে ছিলো থ্রী লায়ন্স বাহিনী এবং হতাশ করেননি দুজনেই l স্টোকস-সিবিলির জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বড় রান গড়লো ইংল্যান্ড l
দ্বীতিয় দিনে 3 উইকেটে 207 রান নিয়ে শুরু করে ইংল্যান্ড খুব সাবধানে এগিয়েছে প্রথম সেশনে। সিবলি-স্টোকসের জুটি লাঞ্চের আগে যোগ করেন 57 রান। লাঞ্চে যাওয়ার আগের ওভারেই সিবলি পৌঁছে যান শতরানে। টেস্ট কেরিয়ারের দ্বীতিয় শতরানটি করতে এই ওপেনারের লেগেছে 312 বল।
তবে স্টোকসকে মধ্যাহ্নভোজে যেতে হয় একরাশ উৎকণ্ঠা নিয়ে। 99 রানে অপরাজিত স্টোকস বিরতির সামান্য কিছুক্ষণ পরই চেসকে রিভার্স সুইপ মেরে তুলে নেন তাঁর দশম টেস্ট সেঞ্চুরি।
চেজের শিকার হয়ে সিবলি 120 রানে ফিরলেও স্টোকস টানতে থাকেন ইংল্যান্ডকে। চেজের চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফেরার আগে স্টোকসের নামের পাশে যোগ করে যান 176 রান। সিবলি পুরো ইনিংসে বাউন্ডারি মেরেছেন মাত্র 5টি। স্টোকসের ব্যাট থেকে সেখানে এসেছে 17টি চার আর 2টি ছয়। স্টোকস-সিবলির জুটি ভাঙতেই মাত্র 54 রানের মধ্যে ইংল্যান্ড হারায় 4 উইকেট। পরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে 9 উইকেটের বিনিময়ে 469 রান তুলে।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জন ক্যাম্পবেলের উইকেটে হারিয়ে 32 রান তুলে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ক্রেগ ব্রাথওয়েট এবং নৈশপ্রহরী আলজারি জোসেফ l