১২ অগস্ট প্লাটফর্মে “গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল”

0
51

দ্য কলকাতা মিরর ব্যুরো : সিনেমা হল নয় সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে জাহ্নবী কাপুরের আসন্ন ছবি গুঞ্জন সাক্সেনা।  বৃহস্পতিবার সামনে এল ছবি মুক্তির তারিখ ১২ অগস্ট,স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে দেশাত্মবোধক ভাবনায় ভরপুর এই ছবি,যেখানে শ্রীদেবী কন্যার দেখা মিলবে খাকি উর্দিতে। এদিন গুঞ্জন সাক্সেনা ছবির নতুন দুটি চরিত্রের লুকও সামনে আনল নেটফ্লিক্স ইন্ডিয়া। এই ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা মিলবে অঙ্গদ বেদী ও পঙ্কজ ত্রিপাঠির। এদিন ছবির তিনটি নতুন ছবি শেয়ার করে নিয়ে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন, আমি গর্বিত আপনাদের সামনে দেশের প্রথম মহিলা বায়ু সেনা অফিসারের যুদ্ধে যাওয়ার গল্প হাজির করতে পেরে। বহু মানুষকে অনুপ্রেরণা দেবে,ঠিক যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল আপনাদের সামনে আসছে ১২ অগস্ট।’কার্গিল গার্ল ছবিটি বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কার্গিল যুদ্ধের সময় সতীর্থ শ্রীবিদ্যা রাজনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা সামরিক অফিসার হিসেবে সরাসরি সংঘাতে অংশগ্রহণ করে ইতিহাস রচনা করেছিলেন গুঞ্জন। দুই বিমানচালক পাক সেনার নাকের ডগা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা রণাঙ্গনে আহত যোদ্ধাদের উদ্ধার করেছিলেন। 
শরণ শর্মা পরিচালিত ছবিতে জাহ্নবী ছাড়াও,পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদী ছাড়াও থাকছেন বিনীত কুমার, মানব ভিজ ও আয়েষা রাজা সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here