দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এলেও বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তা বারবার বক্তব্যে বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলের নেতারা। এবার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন হারের হ্যাটট্রিক করেছে কংগ্রেস। মঙ্গলবার সংসদে ভাষণ দিতে গিয়ে মোদী উল্লেখ করেন, এই নিয়ে পরপর তিনবার ১০০-র গণ্ডীও পার করতে পারেনি কংগ্রেস। এত বছর ধরে ক্ষমতায় থেকেও কংগ্রেস কিছু করতে পারেনি বলেও দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করেছেন।
কংগ্রেসকে নিশানা করে এদিন প্রধানমন্ত্রী বলেন, “২০২৪-এর ভোটে মানুষ কংগ্রেসকে এই বার্তা দিয়েছে যে, তোমাদের ওই বিরোধী আসনেই বসতে হবে। আর তর্ক শেষ হয়ে গেলে চীৎকার করতে হবে।” তিনি উল্লেখ করেন, পরপর তিন বার কংগ্রেস ১০০ আসন পার করতে পারল না। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে কংগ্রেস হার স্বীকার করলে ভাল করত। আত্মসমালোচনাও করতে পারত।