মোদী মন্ত্রিসভায় সম্ভাব্য মুখ কারা ?

0
40

The Calcutta Mirror Desk , Pallab : নতুন মন্ত্রিসভায় বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, নিতিন গড়করি, এস জয়শঙ্কর। ডঃ মহেশ শর্মা, এসপি সিং বাঘেল, অনুরাগ ঠাকুর, পীযূষ গোয়েল, মনসুখ মান্ডব্য, নিত্যানন্দ রাই, অর্জুনরাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজীব প্রতাপ রুডি, ভিডি শর্মা, শিবরাজ সিং চৌহানকেও মন্ত্রী করা হতে পারে।

পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বীরেন্দ্র কুমার, মনোহর লাল খট্টর, রাও ইন্দ্রজিৎ, ভূপেন্দ্র যাদব, ডঃ জিতেন্দ্র সিং, বৈজয়ন্ত পান্ডা, অপরাজিতা সারঙ্গি, শান্তনু ঠাকুর,  জিতেন্দ্র সিং,  বিপ্লব দেব, সর্বানন্দ সোনওয়াল, হরদীপ পুরি, সঞ্জয় বান্ডি/জি কিষাণ রেড্ডি,/ইতেলা রাজেন্দ্র, প্রহ্লাদ জোশী, শোভা করন্দজলে, পিসি মোহন, নারায়ণ রানে, শ্রীপাদ নায়েকের নামও মন্ত্রী হিসাবে শোনা যাচ্ছে।

এনডিএ-র শরিকদের মধ্য়ে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন —

আরএলডি-র জয়ন্ত চৌধুরী,

এলজেপি (রাম বিলাস): চিরাগ পাসোয়ান,

জেডিএস: কুমার স্বামী

টিডিপি: রাম মোহন নাইডু, কে রবীন্দ্র কুমার

এনসিপি: প্রফুল্ল প্যাটেল

জেডিইউ: রামনাথ ঠাকুর, দিলাওয়ার কামাত, ললন সিং

আপনা দল সোনেলাল: অনুপ্রিয়া প্যাটেল

শিবসেনা: শ্রীকান্ত শিন্ডে/প্রতাপ রাও যাদব

এজেএসইউ: চন্দ্র প্রকাশ চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here