দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অনেকেই তাকে ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে তুলনা করে থাকেন l কেউ কেউ আবার তাকে বিরাটের থেকে এগিয়েও রাখেন l কিন্তু এই সব তুলনা নিয়ে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম কি মনে করেন তা এতদিন সকলের অজানা থাকলেও সম্প্রতি এনিয়ে মূখ খুলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান l
পাকিস্তানী পত্রিকা দ্যা ডনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান বিরাট ভাই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তার ব্যাটিং আমি উপভোগ করি l কিন্তু উনার সাথে আমার তুলনা করাটা ঠিক নয় আমার এখনো আন্তর্জাতিক মঞ্চে অনেক কিছু প্রমানের বাকি আছে l আমার চেষ্টা থাকবে উনি যেভাবে নিজের দলের সেবা করে চলেছেন সেভাবেই পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া l
সম্প্রতি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য আদিল রাশিদ বাবরকে বিরাটের থেকে এগিয়ে রেখেছিলেন, এই নিয়ে প্রশ্ন করা হলে বাবর বলেন ওটা ওনার ব্যাক্তিগত মতামত আমার এই নিয়ে মন্তব্য করা উচিত নয় তবে আমি কখনোই নিজেকে বিরাট ভাইয়ের সমকক্ষ মনে করি না তবে হ্যা উনার মতো হওয়ার চেষ্টা অবশ্যই থাকবে যাতে একদিন ওনার সাথে প্রকৃতপক্ষে আমার তুলনা করা যায় l