31শে জুলাই মুক্তি পাচ্ছে কুণাল খেমুর ‘লুটকেস’

0
42

দ্য কলকাতা মিরর ব্যুরো : করোনা সংকটে তালাবন্ধ থিয়েটার। তাই এখন ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির রাস্তা হিসাবে বেছে নিয়েছেন একাধিক প্রযোজকরা। ইতিমধ্যেই সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ-আয়ুষ্মানের গুলাবো সিতাবো কিংবা নওয়াজের ঘুমকেতুর মতো ছবি। ২৪শে জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।  বেচারা মুক্তির পরের শুক্রবার অর্থাৎ ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে কুণাল খেমু ও রসিকা দুগ্গলের ‘লুটকেস’। সোমবার ছবি মুক্তির তারিখ ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার। পাশাপাশি ছবির নতুন পোস্টারও সামনে এল এদিন।পোস্টার শেয়ার করে নিয়ে কুণাল টুইট বার্তায় জানান ‘আমি দারুণ খুশি আর একসঙ্গে এক্সাইটেড তোমাদের সঙ্গে এই খবরটা শেয়ার করে নিতে পেরে। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমরা তোমাদের কাছে লুকটেস নিয়ে পৌঁচ্ছে যাচ্ছি সব সুরক্ষার কথা মাথায় রেখে একদম বাড়িতে। ছবির পোস্টারে দেখা মিলল সুটকেস হাতে দৌড়াচ্ছেন কুণাল,পিছনে রসিকা। প্রেক্ষাপট একটি বড় শহরের চাউল। মাটিতে সাজনো রয়েছে সারি সারি ২০০০ টাকার নোট।পোস্টারে দেখা মিলল রণবীর শোরে, গজরাজ রাও এবং বিজয়েরও। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ কৃষ্ণান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here