পঞ্চম বর্ষ পূর্তি বাহুবলীর

0
45

দ্য কলকাতা মিরর ব্যুরো : পাঁচ বছর পূর্ণ করল বাহুবলী সিরিজের প্রথম ছবি রাজা মৌলি পরিচালিত ‘বাহুবলী : দ্যি বিগিনিং’ । সুপারহিট ছবির  বর্ষপূর্তি উপলক্ষ্যে ঘোড়ার পিঠে বসা পুরনো ছবি শেয়ার করলেন নায়ক  প্রভাস। ছবিটি শেয়ার করে তিনি লেখেন  ‘টিম বাহুবলীকে ধন্যবাদ যারা এটিকে জনসমক্ষে উপস্থাপিত করেছেন’। 2015 সালের 10ই জুলাই মুক্তি প্রাপ্ত এই ছবি বক্স অফিসে ৬৮৫ টাকার ব্যবসা করে । এই বিপুল সাফল্যের পর ২০১৭ সালে বাহুবলী সিরিজের পরের ছবি- ‘বাহুবলী ২-দ্য কনক্লুসান’ নিয়ে আসেন পরিচালক। এই ছবিকে ঘিরেও উন্মাদনা ছিল প্রবল। দক্ষিণী অভিনেতা উপ্পালাপতি ভেঙ্কটা সত্যনারায়ণা প্রভাস রাও ওরফে অমরেন্দ্র বাহুবলী ছাড়াও ডাগুবতী ওরফে বল্লালদেব কে ভারতীয় চলচ্চিত্র জগতে আলাদা করে স্থান করে দিয়েছিলো। ঐতিহাসিক পটভূমিকায় তৈরী এই ছবি ভারতীয় সিনেমা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে চিরকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here