31শে জুলাই মুক্তি শকুন্তলার

0
78

দ্য কলকাতা মিরর ব্যুরো : গণিতে বিস্ময়কর ক্ষমতার জন্য পরিচিত প্রয়াত শকুন্তলা দেবী-র বায়োপিক এই ছবি। সেকেন্ডের মধ্যে জটিল অঙ্কের সমীকরণ মূহুর্তে সমাধান করে ফেলার কারণেই তাঁকে ‘মানব কম্পিউটার’ আখ্যা দেওয়া হয়। বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবী দিন কয়েকের মধ্যেই মুক্তি পেতে চলেছে আমাজন প্রাইমে। অনু মেনন পরিচালিত এই ছবি আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। সংখ্যা নিয়ে অসাধারণ দক্ষতা ছিল শকুন্তলা দেবী। ক্ষনিকের মধ্যে বলে দিতে পারতেন অতীতের যে কোনও শতকের দিনের তারিখ। তাঁর এই অনন্য ক্ষমতা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। প্রকাশ্যে এসেছে ভারতের প্রথম মহিলা গণিতবিদ ‘শকুন্তলা দেবী’র ট্রেলার ও। যেখানে শকুন্তলাদেবীর ভূমিকায় ধরা দিয়েছেন বিদ্যা বালান। মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রর অঙ্ক করে ফেলেছিলেন এই শকুন্তলা দেবী। গণিতে বিশেষ দক্ষতা ছিল তাঁর। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সংস্করণে স্থান অর্জন করেছিলেন তিনি। সেই শকুন্তলা দেবীর গল্পই উঠে এসেছে ছবির ট্রেলারে। পাশাপাশি, ট্রেলারে দেখা গেল শকুন্তলা দেবীর ব্যক্তিগত জীবনও, স্বামী, সংসার, মেয়ে, পারিবারিক জীবনে নানা ওঠাপড়ার গল্প। বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে রয়েছেন শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা চট্টোপাধ্যায়ের ভূমিকায় সানিয়া মলহোত্রা, স্বামীর চরিত্রে যিশু সেনগুপ্ত ও অমিত সাধ।সোনি পিকচারস নেটওয়ার্কস প্রোডাকশনস এবং বিক্রম মলহোত্রা প্রযোজনায় আসছে শকুন্তলা দেবী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here