মহারাষ্ট্রে নিষিদ্ধ ইরানী ছবি

0
80

দ্য কলকাতা মিরর ব্যুরো : মোহসেন মাখমলবাফ, জাফার পানাহি, আব্বাস কিয়ারোস্তামি প্রমুখ পরিচালকদের ছবি ইরান’এ নানা সময় নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এ’বার ইরানি পরিচালক মাজিদ মাজিদি’র ছবি ‛মুহাম্মাদ: দ্য ম্যাসেঞ্জার অফ গড’ (২০১৫) নিষিদ্ধ ঘোষণা হ’ল। যা নিয়ে ইতিমধ্যে চলচ্চিত্র মহলে সমালোচনার ঝড় উঠেছে।‛মুহাম্মাদ: দ্য ম্যাসেঞ্জার অফ গড’ ছবিটি ২১ জুলাইয়ে অনলাইন মাধ্যম Don Cinema Platform’এ প্রকাশ পাওয়ার কথা ছিল। অভিযোগ, সুন্নি সংগঠন Barelvi Sunni Zealots এবং Raza Academy যৌথভাবে মহারাষ্ট্র সরকারের কাছে ছবিটির নিষিদ্ধ করার আবেদন জানায়। একইসঙ্গে ছবির সুরকার এ.আর রহমান’কেও সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছে এই দুই মৌলবাদী সংগঠন।  ছবিটি সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ ঘোষণা হয়েছেআপত্তির মূল কারণ, পরিচালক মাজিদ মাজিদি’র একজন সিয়া মুসলমান। সুন্নি সম্প্রদায়ের অভিযোগ, মাজিদি তাঁর এই ছবিতে মুহাম্মাদ’কে মানব রূপে দেখিয়েছেন, যা অন্যায়! এই ছবি ইসলাম ধর্মের ভাবাবেগ এবং সংস্কৃতিতে আঘাত করেছে। এ’প্রসঙ্গে মাজিদ মাজিদি’র বক্তব্য, ‛এই ঘটনা প্রথম নয়। যাঁরা ছবিটি নিষিদ্ধ ঘোষণা করতে চাইছেন, তাঁরা আমার কাজটি দেখেননি। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আমরা ছবিটি দেখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। আমি সিয়া এবং সুন্নি, উভয় সম্প্রদায়ের ইতিহাস পর্যালোচনা এবং গবেষণা করেছি। কোথাও মোহাম্মদ’এর ছেলেবেলার জীবনযাত্রা শিল্পের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি নেই।’প্রসঙ্গত, ২০১৫ সালে এই ছবিটি কেরল ফিল্ম ফেস্টিভ্যালে নিষিদ্ধ হয়। পরে ২০১৮ সালে ছবিটি কলকাতা চলচ্চিত্র উৎসবের দেখানো হয়। সেই বছর পরিচালক নিজে নন্দন’এ হাজির ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here