ব্লগ এ লিখে লাখপতি হতে পারবেন এই ৫ টি উপায়ে

0
84

সন্তু ধর

ল্যপটপ, একটি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা আর উপস্থিত বুদ্ধি এই তিনটি জিনিস আপনার পুঁজি হলে, শুধু মাত্র লিখেও আপনি ঈর্শনীয় আয় করতে পারেন! কিভাবে? সেটাই জেনে নেব আজ।

ব্লগ আসলে কী সেই বিষয় টা আজ আর কার অপরিচিত নয়, তাই সে বিষয়ের গভীরে না গিয়ে কী কী উপায়ে আপনি ব্লগ থেকে ইনকাম করতে পারেন সেগুলো আলোচনা করে ফেলি ঝটপট।

ইন্টারনেট থেকে আয় এর মূল উত্‍স আলোচনা করতে গেলে প্রথমেই আসবে আপনার সাইট বা ব্লগে ভিজিটর কেমন আছে। এই বিষয়টাই বিশেষভাবে জরুরী। কারণ যত বেশি ভিজিটর আপনার লাভ ততটাই বেশি।

তাই জেনে নেওয়া যাক কিভাবে ব্লগে ভিজিটর নিয়ে আসবেন। সাধারণভাবে যারা এমনি এমনি লিঙ্ক ক্লিক করে আপনার সাইটে আসছে তাদের অর্গানিক ভিজিটর বলে।

দেখা গিয়েছে সোসাল মিডিয়া সহ অন্যান্য যায়গা থেকে ভিজিটর আসার থেকে সরাসরি গুগল সার্চ করে ভিজিটর এলে তাতে ব্লগ মালিকের ইনকামের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে।

কিন্তু অনেক নতুন ব্লগার রয়েছেন, যাদের ব্লগে ভালো পরিমানেই ট্রাফিক বা ভিসিটর্স আছে এবং আসেও কিন্তু ভালো ব্লগ লিখেও তাদের ইনকাম অনেক কম হচ্ছে বা কিছু ক্ষেত্রে একেবারেই ইনকাম হচ্ছেনা। কী কারণ?

এই আর্টিকেলে আমি, সেরা ৫টি উপায় বলবো যেগুলি অনুসরণ করলে ব্লগ দ্বারা প্রচুর পরিমানে আয় করা খুব সহজ।

গুগল অ্যাডসেন্স:

গুগল অ্যাডসেন্স মাধ্যমে আপনারা নিজের ব্লগে বিভিন্ন ধরণের কোম্পানীর অনলাইন বিজ্ঞাপণ দেখাতে পারবেন। যখন ই আপনার ব্লগে আসা ভিসিটর সেই বিজ্ঞাপনে ক্লিক করেন, তখন সেই ক্লিক এর জন্য আপনাকে গুগল টাকা দেয়।

অ্যাফিলিয়েট মার্কেটিং:

এটি একটি অনলাইন মার্কেটিং প্রক্রিয়া যেখানে আপনাকে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট যেমন, ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট থিম, সফ্টওয়্যার আবার বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট গুলি, আপনার ব্লগে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে ভিজিটরদের কাছে মার্কেটিং করতে হবে যাতে তারা আপনার ব্লগ পড়ে সেগুলিতে ক্লিক করে কেনে। ভিজিটর প্রোডাক্ট কিনলেই সেই কোম্পানী আপনাকে কমিশন দেবে।

অনলাইন অনেক কোম্পানী রয়েছে, যেগুলি অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা নিজের পণ্যের প্রোমোট বা মার্কেটিং করেন।

এবং আপনারা সেই কোম্পানি গুলির প্রোডাক্ট বা সার্ভিস এর ব্যাপারে নিজের ব্লগে লিখে এবং promotion কোরে, টাকা আয় করতে পারবেন।

উদাহরণ স্বরূপে,

যদি আপনি একটি কোম্পানির কোনো product বা service যার দাম $১০০ (ডলার) নিজের ব্লগে আর্টিকেলের মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করাচ্ছেন, তাহলে প্রত্যেক বিক্রির জন্য কোম্পানি আপনাকে ১০%, ২০% বা ৩০% কমিশন (commission) সহজেই দিয়ে দিবে।

এভাবেই, এফিলিয়াট মার্কেটিং কাজ করে এবং একজন ব্লগার হিসেবে আপনারা এর প্রচুর পরিমানে লাভ নিতে পারবেন।

একজন ব্লগারের, ব্লগ থেকে সবথেকে বেশি পরিমানে এই এফিলিয়েট মার্কেটিং দ্বারা আয় হতে পারে। একটি ব্লগ থেকে টাকা আয়ের উপায় গুলির মধ্যে, এই মাধ্যম সব থেকে বেশি লাভজনক।

গুগল অ্যাডসেন্সের বিকল্প

অনলাইন বহু কোম্পানী রয়েছে যাদের  কে ব্যবহার করে আপনি আপনার নিজের ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ব্লগ থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।

ই-বুক বিক্রি করুন:

যখন আপনার  ব্লগে প্রত্যেকদিন হাজার হাজার নতুন লোকেরাও আসেন ব্লগ বা আর্টিকেল পড়ার জন্য। তখন লোকেদের চাহিদা  অনুযায়ী ই-বুক তৈরি করতে পারেন এবং তা ভিসিটর্স দেড় কাছে বিক্রি করে ইনকাম করতে পারেন।

পেইড গেস্ট পোস্টিং:

একটি জনপ্রিয় ব্লগারের কাছে  পেইড গেস্ট পোস্ট এর অর্থ হল  হলো এখানে ব্লগার রা অর্থের বিনিময়ে অন্য কোম্পানীর ব্লগে লেখেন।  এবং কিছু লিঙ্ক শেয়ার করেন যার মধ্যমে ওই কোম্পানীর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়াটি ত্বরান্নিত হয়।

তবে মনে রাখবেন ওপরে উল্লেখ্য পাঁচটি পদ্ধতি অনুসরণের আগে নিজের ব্লগের ব্র্যান্ড তৈরি করতে হবে এবং লোকেদের মধ্যে জনপ্রিয়ও করে তুলতে হবে। মৌলিক লেখা ও আকর্ষণীয় লেখা পড়ার জন্যে কিন্তু হাজার হাজার মানুষ এখন ও ব্লগ খুঁজে বেড়ান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here