উত্তরে থমকে বর্ষা ! চরম অস্বস্তিতে দক্ষিণ

0
56

The Calcutta Mirror Desk  , Pallab : কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও হাঁসফাঁস অবস্থা। আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছে কলকাতা-সহ জেলায় জেলায়। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার এখনও দেখা নেই। এই পরিস্থিতিতে কেমন থাকবে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলার আবহাওয়া। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ?

দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।  হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে  বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।‌ বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী ৫ দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফলে এখনই কমছে না গরম। এখনও বেশ কয়েক দিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। পাশাপাশি, দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করলেও,তা এখনও ইসলামপুরেই আটকে রয়েছে। মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ কবে তৈরি হবে, সেব্যাপারে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিনবঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here