LAC নিয়ে ভারতের কড়া অবস্থান, চীনকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত

0
73

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: LAC লাইন অফ অয়্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে ভারত চীনের সঙ্গে কোন সমঝোতার পথে এগোবে না। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন,’ LAC বদলের চেষ্টাকে আমরা সমর্থন করবো না। শান্তি স্থাপনের প্রক্রিয়া জারি রয়েছে। আমরা কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা করে চলেছি। চীনের সেনারা সীমান্ত চুক্তি লংঘন করেছে।’  ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, আমরা শান্তি চাই। ১৯৯৩ সালের পর যে সমস্ত সমঝোতা হয়েছে, চীন তা লংঘন করেছে। 
বিদেশ মন্ত্রণালয়ের মুখপত্র অনুরাগ শ্রীবাস্তব এও বলেছেন,  ভারত LAC কে সম্মান জানাতে দৃঢভাবে সংকল্পবদ্ধ। আমরা LAC তে একতরফা বদল স্বীকার করবো না। প্রসঙ্গত চীন দুই দেশের কমান্ডার স্তরের বৈঠকের পর থেকে বেশ কয়েকটি অঞ্চল থেকে পিছনে সরে যেতে  রাজি হয়েছে। কিন্তু ফিঙ্গার ৪ এবং ৫ পয়েন্ট থেকে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। এরই সঙ্গে প্যাংগং এবং গোগরা থেকে পিছু হটতে রাজি নয়। 
সাময়িকভাবে দুই দেশের সেনা পিছু হঠার প্রস্তুতি নিলেও পরিস্থিতির তাৎপর্যপূর্ণ বদল আসেনি। দুই দেশ সীমান্তে সেনা সংখ্যা হ্রাস করলেও ভারত আর চীন দুই দেশের সেনারাই কম দূরত্বতে মুখোমুখি অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here