দ্য ক্যাল কাটা মিরর ব্যুরো: করোনা ভাইরাসে আক্রমণে সারা পৃথিবী জুড়ে টালমাটাল অবস্থা । বিশ্ব জুড়ে কত মানুষ যে কর্মহীন হয়ে পড়েছে তার অন্ত নেই। করোনা ভাইরাস আর লক ডাউন নদীয়ার ফুল চাষীদের অবস্থা দিনে দিনে দুর্বিষহ করে তুলেছে ।
লক ডাউনের ধাক্কায় নদীয়া জেলার রানাঘাট ১নং ব্লকের খিসমা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ব্যাসপুরের ফুল চাষীদের অবস্থা আরও করুন । কয়েকশো বিঘা জমিতে চাষ করেছিলেন রজনীগন্ধা। লক ডাউন উঠে গেলেও চালু হয়নি লোকাল ট্রেন । চাষীদের ফুল পৌঁছে যেত কলকাতা সহ শহরতলীর বিভিন্ন প্রান্তে। কিন্তু লোকাল ট্রেন চালু না হওয়ায় ফলে ফুল উঠলেও তা অন্যত্র পাঠানো সম্ভবপর হচ্ছে না । এই অবস্থায় অসহায় দিন যাপন করছেন ফুল চাষের সঙ্গে যুক্ত চাষিরা। বিঘার পরে বিঘা রজনীগন্ধা জমিতেই নষ্ট হচ্ছে।ফুল চাষীরা কোনো সরকারি সহায়তাও পাচ্ছেন না। এক ফুল চাষীর আক্ষেপ করে বলেন সরাকর যদি প্রয়োনীয় পদক্ষেপ না নেয় তাহলে তারা বাধ্য হবেন ফুল চাষ বন্ধ করে দিতে। ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত ফুল চাষীই চাষ বন্ধ করে দিয়েছেন।