কোভিড মোকাবিলায় কমপ্লিট লক ডাউনের পথে বারাসাত পৌরসভা অঞ্চল।

0
69

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:  কোভিড মোকাবিলায় কমপ্লিট লক ডাউনের পথে বারাসাত পৌরসভা অঞ্চল। আংশিক লকডাউন শেষ হলেই বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে  কমপ্লিট লক ডাউনের পথে যাওয়া হবে, সোমবার বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে   বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্স।বুধবার  সর্বদলীয় বৈঠক করে কমপ্লিট লক ডাউনের সিদ্ধান্তে পড়তে পারে সিলমোহর।  সোমবার বারাসাত  পৌরসভার মুখ্য  প্রশাসক সুনীল মুখার্জী এবং প্রশাসক  অশনি মুখোপাধ্যায়, চম্পক দাস, অরুন ভৌমিক, পান্নালাল বসু ও তাপস দাসগুপ্ত বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, যেহারে কোভিড সংক্রমণ বাড়ছে তার মোকাবিলায় সাত থেকে দশদিনের কমপ্লিট লকডাউন করা হবে পৌরসভা অঞ্চল জুড়ে। কেবলমাত্র জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। যানবাহন চলবে। বারাসাত পৌরসভার অন্যতম প্রশাসক অশনি মুখোপাধ্যায় অন্য  প্রশাসক সহযোগে আগামী বুধবার বারাসাত স্টেডিয়ামে উদ্বোধন হতে চলা সেফহোম পরিদর্শন করে জানান, বিরোধী নেতারা যদি বুধবার সর্বদলীয় বৈঠকে  পৌরসভার প্রশাসক বোর্ডের ভাবনার সঙ্গে একমত হন তাহলে নিশ্চিতভাবেই বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে করা হবে কমপ্লিট লকডাউন। সেক্ষেত্রে বুধবারের এক বা দুদিন পরেই কমপ্লিট লকডাউন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here