প্রয়াত অমলা

0
68

দ্য কলকাতা মিরর ব্যুরো : বাংলা সংস্কৃতি জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার সকালে শ্রীনন্দা সরকার ফেসবুক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর সামনে আনেন। ‘নাতনি’ জানিয়েছেন, লকডাউনের জন্য মুম্বাই থেকে কলকাতা না আসতে পারার জন্য তিনি মর্মাহত।
 অমলা শঙ্কর ভারতীয় নৃত্যজগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব উদয় শঙ্করের স্ত্রী ছিলেন। কালজয়ী সেতার বাদক রবি শঙ্কর তাঁর দেবর। উদয় শঙ্কর ও অমলা শঙ্করের দুই সন্তান, প্রয়াত সুরকার আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর। ১৯১৯ সালের ২৭ জুন অবিভক্ত ভারতের যশোরে জন্ম অমলা শঙ্করের। বাবার নাম অক্ষয় কুমার নন্দী। ১৯৩১ সালে ১১ বছর বয়সে অমলা ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশনে যোগ দিতে প্যারিস যান। সেখানে তাঁর সঙ্গে উদয় শঙ্করের দেখা হয়। তাঁর ডান্স ট্রুপে যোগ দেন তিনি। ১৯৪২-এ বিয়ে করেন তাঁরা। তাঁদের দুজনের নাচ অত্যন্ত জনপ্রিয় ছিল। অমলা শঙ্করের মৃত্যু তে গভীর শূন্যতা তৈরী হলো নৃত্য জগতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here