29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    জেনে নিন কত গ্রাম প্রোটিন লাগে মাসল বৃদ্ধির জন্যে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: যারা নিয়মিত জিমে যান  তাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস ধরা যায় প্রোটিনকে। কারণ প্রোটিনই মাসল বৃদ্ধির কাজ করে। জিমে যে মাসল ফাইবার ভাঙ্গা হয় তা রিপেয়ার করতে দরকার হয় প্রোটিনের। কিন্তু কতো গ্রাম প্রোটিন লাগে একজনের, যিনি মাসল তৈরী করতে চান?

    সাধারণ প্রচলিত কথা হলো ১ গ্রাম পার পাউন্ড ওজনের জন্য। অর্থাৎ ১৩০ পাউন্ড ওজন হলে ১৩০ গ্রাম প্রোটিন দরকার।

    কেজির হিসাবে এটি হয় প্রতি গ্রাম ওজনে ২ গ্রাম প্রোটিন। অর্থাৎ ৬০ কেজি ওজন হলে ১৩০ গ্রাম প্রোটিন।

    কিন্তু এই ধারণা ভুল। বেশী প্রোটিন খেলেই যে বেশী মাসল হবে এমন কোন কথা নেই।

    এ পর্যন্ত যত রিসার্চ হয়েছে কতো গ্রাম প্রোটিন দরকার মাসল ডেভলাপের জন্য, সেইসব রিসার্চ নিয়ে স্টাডি করে দেখা গেছে, দিনে প্রতি কেজিতে ১.৬ গ্রাম প্রোটিনই যথেষ্ট। প্রতি কেজিতে ১.৮ গ্রাম (পাউন্ডে ০.৮২ গ্রাম) এর বেশী প্রোটিন খেলে বাড়তি প্রোটিন মাসল ডেভলাপে কোন অবদানই রাখে না।

    প্রতি কেজিতে ১.৬ গ্রাম কিন্তু খুব বেশী প্রোটিন না। আপনার ওজন ৬০ কেজি হলে মোট প্রোটিন দরকার পড়বে, ৬০ গুণ ১.৬ গ্রাম = ৯৬ গ্রাম।

    তিনটি কুসুমসহ ডিমে আছে ১৮ গ্রাম প্রোটিন, তা আপনারা আগের একটি লেখায় জেনেছেন।

    ১ লিটার গরুর দুধে ৩২ গ্রাম প্রোটিন। ২০০ গ্রাম চিকেনে ৪৬ গ্রাম প্রোটিন। এখানেই আপনার হয়ে যাচ্ছে, ১৮+৩২+৪৬ = ৯৬ গ্রাম প্রোটিন।

    এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে প্রোটিন পাউডার (Whey Protein) কেন লোকে খায়?

    হোল ফুড থেকে প্রোটিন খাওয়া বিরক্তিকর, অনেক সময় সময়সাপেক্ষ ব্যাপার। তাই ব্যস্ততার মাঝে সহজে খাবার জন্যই লোকে পাউডার খায়। কিন্তু পাউডার খান আর হোল ফুড থেকে খান, যেভাবেই খান না কেন, হিসাব করে খাবেন।

    প্রতি কেজি ওজনে ১.৬ গ্রাম করে খেলেই চলবে, এবং কখনোই ১.৮ গ্রামের চাইতে বেশি নয়।

    প্রোটিন কোম্পানিগুলি বেশী প্রোটিন খেতে বলতে পারে, দুই গ্রাম বা তারো বেশী করে। কারণ যত বেশী প্রোটিন খাবে লোকে তত তার বিক্রি বাড়বে বিজ্ঞানভিত্তিক তথ্য অনুযায়ী এতো বেশী প্রোটিনের দরকার নেই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...