মজার রেকর্ড গড়লেন কেমার রোচ

0
49

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :  অভিজ্ঞ ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচ তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সাক্ষী থেকেছেন নানা চড়াই উৎরাইয়ের l মাঝের সময়টাতে দলে সেভাবে সুযোগ না পেলেও গত কয়েক বছর ধরে তিনি ক্যরিবিয় পেস ব্যাটারির মূল স্তম্ভ l

ইংল্যন্ডের সাথে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেন স্টোকস এবং ক্রিস ওকসকে পরপর দুইবলে আউট করে রোচ নিজের নামে পাশে যোগ করেছেন বিরল এক রেকর্ড l

গত বছর 31শে আগষ্ট ভারতের বিপক্ষে টেস্ট ম্যচ চলাকালিন পরপর দুই বলে কেএল রাহুল এবং বিরাট কোহলিকে আউট করেছিলেন রোচ l কিন্তু সে উইকেট গুলোই যেন রোচের কেরিয়ারে ফুলস্টপ হয়ে পরে l

সেই দুই উইকেটের পর পরবর্তি 521 বল আর কোনো উইকেটই পাননি এই ডান হাতি বোলার । শুনে নিশ্চয় হাসি পেলো l টেস্টে 521 বল উইকেট বিহীন থাকাটা অবশ্য হাসির কথাই l

অবশেষে চলতি বছরের  17জুলাই অর্থাৎ গতকাল তিনি 521 বল পরে বেন স্টোক্সের উইকেটটি নিয়ে নিজের সেই উইকেটশূন্য মরুভূমিতে হালকা জল ঢেলেছেন যেটা তার জন্য খুবই জরুরি ছিলো l

ক্রিকেটের বড় বড় সব রেকর্ড নিজের নামে করতে চান সব ক্রিকেটার l কিন্তু সম্ভবত রোচের মত এই মজার রেকর্ডটি ভাঙার  ইচ্ছা কেউই পোষণ করবেন না l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here