আইপিএলে ভারতীয় কোচেদের পক্ষে ব্যাট ধরলেন আজহার

0
62

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের বেশি করে কোচিং করানোর সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেন ভারতীয় দলের  প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন l তিনটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া আজহার সম্পতি এক সাক্ষাৎকারে বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরা অভিজ্ঞতার নিরিখে কারো থেকে কম নন, তাদেরকে আইপিএলে কোচিং করানোর সুযোগ দেওয়া যেতেই পারে l দিনের শেষে এটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এখানে ভারতীয়রা কোচিং করাবেন এটাই স্বাভাবিক l
হায়দ্রাবাদ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বলেছেন, ‘ফ্রাঞ্চাইজি গুলোর উচিত বেশি করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের কোচিং করানোর সুযোগ দেওয়া l এই কাজের জন্যে তাঁদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে l মাথায় রাখতে হবে দিনের শেষে এটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আমাদের ক্রিকেটারেরা কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে কোচিং করানোর সুযোগ পান না l’
তিনি আরও যোগ করেছেন, ‘ফ্রাঞ্চাইজি গুলো কাকে কোচ নিযুক্ত করবেন সেটা যদিও তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এটা স্মরণ থাকা উচিত আমাদের এখানে এমন অনেক প্রাক্তন ক্রিকেটারই আছেন যারা নিজের সময়ে যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাদের একটা সুযোগ অবশ্যই পাওয়া উচিত l ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here