আইপিএলের জন্যে ক্রিকেটারদের ছাড়পত্র দিতে রাজি নিউজিল্যান্ড বোর্ড

0
73

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ত্রয়োদশতম আইপিএলে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহন করার ছাড়পত্র দিতে রাজি হলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড l অধিনায়ক কেন উইলিয়ামসন সহ জিমি নিশাম, মিচেল ম্যাকলানাঘেন, মিচেল স্যান্টানার, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের মতো নিউজিল্যান্ডের মোট ছয় ক্রিকেটার আইপিলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ l
এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তাদের দশ ক্রিকেটারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে l
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মূখপাত্র রিচার্ড বুক সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট ক্রিকেটারদের ছাড়পত্র দিতে রাজি, তবে ক্রিকেটারেরা আইপিএলে অংশ নেবেন কিনা সেটা তাদের ব্যাক্তিগত সিদ্ধান্ত l
করোনা মহামারীর প্রকোপে অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর সেই সময়টা কাজে লাগিয়ে আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই l ভারতে করোনা পরিস্থিতি এখনো আয়ত্তের বাইরে থাকার দরুন সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে আইপিএলের আসর l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here