দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গোটা বিশ্ব জসপ্রীত বুমরাহর ইয়র্কারে মজে থাকলেও বুমরাহ নিজে কিন্তু অন্যকারো ইয়র্কারের ভক্ত l বলা ভালো তাকেই বুমরাহ বিশ্বের সেরা ইয়র্কার বোলার মনে করেন l সেই বোলারটি আর কেউ নয় স্বয়ং লাসিথ মালিঙ্গা যার সাথে 2013 থেকে এক সাথে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিলে খেলে আসছেন বুমরাহ l
সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ানসের টুইটার একাউন্ট থেকে বুমরাহর একটি সাক্ষাৎকার পোস্ট করা হয় সেখানেই তিনি জানান নিঃসন্দেহে মালিঙ্গাই বিশ্বের সেরা ইয়র্কার বোলার, উনি যতটা নিয়ন্ত্রণের সাথে টানা ইয়র্কার করতে পারেন তেমনটা আমি অন্য করো মধ্যে দেখিনি l আমি নিজে ওনার সাথে দিনের পর দিন অনুশীলন করেও ওনার মতো নিয়ন্ত্রণ আনতে পারিনি l
2013 তে আইপিলে অভিষেক হওয়ার পর থেকেই মালিঙ্গার ছত্রছায়ার নিজেকে ধীরেধীরে পরিণত করে বর্তমানে বিশ্বের পয়লা নম্বর ফাস্ট বোলার হয়ে উঠেছেন বুমরাহ l এর আগেও প্রকাশ্যে শ্রীলংকার এই টি20 বিশ্ব জয়ী অধিনায়ককে নিজের মেন্টর বলে সম্মোধন করেছেন বারোদার এই ফাস্ট বোলার l মালিঙ্গার মতোই তারও বোলিং অ্যাকশন একটু অন্য ধরণের হওয়ার কারণে বুমরাহর ইয়র্কার বোঝা অনেক তাবড় ব্যাটসম্যানের কাছে বেশ কষ্ট সাধ্য l