লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

0
49

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এক ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লা লিগার শিরোপা পকেটে পুরলো রিয়াল মাদ্রিদ। লিগে তাঁদের 37তম ম্যাচে ভিয়ারিয়ালকে 2-1 গোলে পরাস্ত করে শিরোপা জয় নিশ্চিত করে জিনেদিন জিদানের ছাত্ররা । এটি রিয়ালের 34তম লিগ খেতাব। দুই মরশুম পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো গ্যালাকটিকোরা।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ভিয়ালিয়ালের মুখোমুখি হওয়ার আগের সমীকরণটা সহজ ছিল। জিতলেই শিরোপা নিশ্চিত এমন সহজ সমীকরণ নিয়ে ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। কারভাহাল, লুকা মদ্রিচ ও করিম বেনজেমা গোলের সুযোগ নষ্ট না করলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো রিয়াল। তবে গোলের জন্যে খুব বেশি অপেক্ষা করতে হয়নি জিদানের ছেলেদের 29তম  মিনিটে আর হতাশ করেনি বেনজেমা।

কাসিমিরোর কাছে থেকে বল পেয়ে ডি বক্সের কাছে নিয়ে যান মদ্রিচ। ডান দিকে বেনিজেমাকে বল বাড়িয়ে দিলে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার।

লিড ধরে রেখেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর 53 মিনিটে রিয়ালের কারভাহালের শট ফিরিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক সের্হিও আসেনহো। 77তম মিনিটে ডি-বক্সের ভেতরে রামোসকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল।

স্পট কিক থেকে ব্যবধান 2-0 করেন সেই বেনজিমাই ।
83তম মিনিটে ভিয়ারিয়ালের ইবোরা ব্যাবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগালেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ভিয়ারিয়াল। এই জয়ে 37 ম্যাচে রিয়ালের পয়েন্ট 86।

একই সময়ে লিগের অন্য ম্যাচে ওসাসুনার কাছে 2-1 গোলে হেরে গেছে মেসির বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here