ম্যান সিটিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

0
47

দ্য ক্যালকাটা মিরর :এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে  গার্নার্সরা। দুটি গোলই করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। সাত বছরের মধ্যে এটা আর্সেনালের চতুর্থ এফএ কাপ ফাইনাল।

রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে নামবে 13 বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

শনিবার ম্যাচের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। নিকোলাস পেপের ক্রস থেকে জালে বল পাঠান গ্যাবনের এই ফুটবলার।

তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের এগিয়ে দেন ২-০ ব্যবধানে। আর ম্যানসিটিকে ঠেলে দেন ব্যাকফুটে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গুয়ার্দিওলার ছেলেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here