মহামেডান কর্তারা আইএফএ সচিবের জন্মদিনে কেক কাটলেন

0
110

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইএফএ অফিসে গিয়ে কেক কেটে আইএফএ সচিব জয়দীপ মুখার্জির জন্মদিন পালন করলেন মহামেডান কর্তারা l এদিন দুপুরে মহামেডান সচিব ওয়াসিম আক্রাম, অর্থ সচিব শারিক আহমেদ এবং ম্যানেজার বেলাল আহমেদ খান কেক নিয়ে আইএফএ অফিসে হাজির হন সেখানেই তাঁরা জয়দীপ বাবুর সাথে কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন l গতকালই ছিলো আইএফএ সচিবের জন্মদিন l

জন্মদিন পালনের পাশাপাশি আইএফএ’র মেডিক্যাল ইউনিট মহামেডান ক্লাবে প্রতিস্থাপনের ব্যাপারেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে জয়দীপ বাবুর সাথে, এমনটাই দ্য ক্যালকাটা মিররকে জানিয়েছেন মহামেডান সচিব ওয়াসিম আক্রাম l এর পাশাপাশি আসন্ন কলকাতা লীগ এবং আইএফএ শিল্ড নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয় l

ওয়াসিম আক্রাম আরও জানিয়েছেন তাঁরা আগামী এক থেকে দের মাস সময়ের মধ্যেই মহামেডান স্পোর্টিং ক্লাবে আইএফএ মেডিক্যাল ইউনিট শুরু করার ব্যাপারে আশাবাদী l এর আগে মেডিক্যাল ইউনিট ছিলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here