দ্য কলকাতা মিরর ব্যুরো : সোমবার আইসিসি অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-20 বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা ঠিক করতে মাঠে নেমে পড়ে বিসিসিআই। মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন, এ বছর আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী সপ্তাহে অথবা দশ দিনের মধ্যেই প্রকাশিত হবে আইপিএলের সূচি।
করোনাভাইরাস মহামারীর কারণে সোমবার বোর্ড মিটিংয়ের পর টি-20 বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি বলেন, ‘আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। ’
আইসিসি-র এই ঘোষণার সঙ্গে সঙ্গে আইপিএল আয়োজন নিয়ে মাঠে নেমে পড়েন বিসিসিআই কর্তারা।
এদিন আইপিএল চেয়ারম্যান জানিয়ে দেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, ‘এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা হবে। সেখানেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঠিক হবে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে পুরো আইপিএল অর্থাৎ 60টি ম্যাচই হবে। সম্ভবত টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।