দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :কাশ্মীরের তরুণ মডেল জুনেদ শাহ দেখতে হুবহু বলিউড তারকা রণবীর কাপুরের মতো। আর সে কারণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কাশ্মীরের এই সোশ্যাল মিডিয়া সেনসেশন জুনেদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছর বয়সেই পারি দিলেন না ফেরার দেশে।
জুনেদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এনেছেন তারই প্রতিবেশী ও সাংবাদিক ইউসুফ জামিল। জানা যায়, সম্প্রতি মুম্বাই থেকে নিজের শহর শ্রীনগরে ফেরেন জুনেদ। তার বৃদ্ধ বাবাকে দেখার জন্যই নিজ বাড়িতে ফিরেছিলেন।
কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে জুনেদের ছবি ভাইরাল হয়েছিল। হুবহু রণবীর কাপুরের মতো দেখতে হওয়ায় রাতারাতি পরিচিত হয়ে ওঠেন জুনাইদ। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুরও টুইট করেছিলেন তাকে নিয়ে।