ধোনিতে মজে ঋষভ পন্থ

0
46

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :তাঁর মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির ছায়া দেখতে পান অনেকই l সম্প্রতি কালে ভারতের প্রথম একাদশে সেভাবে সুযোগ না পেলেও ভারতীয় দলে ধোনির উত্তরসূরী যে ঋষভ পন্থই তা নিয়ে অধিনায়ক বিরাট কোহলি সহ টিম ম্যানেজমেন্টের বাকিদের মনে সন্দেহের খুব বেশি অবকাশ নেইl এদিকে পন্থ নিজেও জানিয়েছেন, তাঁর প্ৰিয় মাহি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করতে সবচেয়ে বেশি উপভোগ করেন তিনি l

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের টুইটারে পন্থ বলেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় ব্যাটিং সঙ্গী অবশ্যই মাহি ভাইl যদিও ওনার সঙ্গে ব্যাট করার বেশি সুযোগ পাইনিl মাহি ভাইয়ের সঙ্গে ব্যাট করার সময় কখনো কোনো চাপ অনুভব করি নাl কারণ, সবসময় ওনার পরিকল্পনা তৈরি থাকেl আমাকে শুধু সেই অনুযায়ী ব্যাট চালিয়ে যেতে হয়l’

কঠিন পরিস্থিতিতে ঠাণ্ডা থাকতে পারেন বলেই ‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত ধোনিl উইকেটের পিছনেই হোক বা ব্যাট হাতে সবেতেই যেন অন্যান্য ‘থালা’ ধোনিl পন্থও তাই প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অধিনায়কের l বিশেষ করে ধোনির রান তাড়ার ভীষণ ভক্ত তিনি, ‘রান তাড়া করার সময় ওনার মস্তিষ্ক দারুণ কাজ করেl যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here