বার্সা ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি

0
20
Sports 1 Caption:Winning Smile of Lionel Messi after the victory against Venezuela in Kolkata. Name and Date of Publication:Sakalbela,3rd September 2011. Photo by Abhijit Addya, The Bengal Post/Sakalbela Mobile:9830553366,email:[email protected]

বার্সেলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি এমন খবরই যথেষ্ট সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত বার্সা সমর্থকদের রাতের ঘুম কেঁড়ে নেওয়ার জন্যে। তবে অদূর ভবিষ্যতে হয়তো এটাই সত্যি হতে চলছে অন্তত পারিপার্শ্বিক অবস্থা ইঙ্গিত করছে সেদিকেই।
অনেকের চোখেই একটি বড় বিষয় ধরা পড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে ফলো করা শুরু করেছেন বার্সা অধিনায়ক।
প্রিমিয়ার লিগের ক্লাবটিকেই ধরা হচ্ছে মেসির সম্ভাব্য গন্তব্য। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বরাবরই মেসির বড় প্রশংসক। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তার যেমন সুসম্পর্ক, তাতে অনেকই মনে করছেন, গুয়ার্দিওলাই পারবেন মেসিকে ইত্তিহাদে আনতে।
সম্প্রতি ম্যানসিটির টিভি উপস্থাপক নাতালি পায়েলেক তার ইনস্টাগ্রাম স্টোরিতে উল্লেখ করেছেন, মেসির ম্যানচেস্টার সিটিকে ফলো করার বিষয়টি। মেসি যে ম্যানসিটির দুই আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো আর নিকোলাস ওতামেন্দিকেও ফলো করছেন, আলাদা করে সেটা সবার নজরে এনেছেন নাতালি।
এর মধ্যে বার্সেলোনাতেও সময়টা ভালো কাটছে না মেসির। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারানোর পর দল নিয়ে ক্ষোভ উগরে দেন মেসি। তাঁর  কথায় স্পষ্টতই ঝড়ে পরে ক্লাব ম্যানেজম্যান্ট নিয়ে বিরক্তি।
ওসাসুনার কাছে হারের পর মেসি বলেছিলেন, এভাবে মরশুম শেষ করতে চাইনি আমরা। তবে আমরা আগাগোড়া অগোছালো খেলেছি। খুব দুর্বল দেখিয়েছে দলকে। একই সঙ্গে নিজেদের মধ্যে জেতার কোনো তাগিদই ছিলোনা। অনেক পয়েন্ট নষ্ট করেছি আমরা। এই হারেই সেগুলো প্রতিফলিত।
তিনি আরও বলেন, ‘আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা বার্সা। আমাদের জিততে হবে সবকিছুই। মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে; কিন্তু আমরা ওদের অনেক সাহায্যও করেছি। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here