ম্যান ইউকে উড়িয়ে দিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

0
62

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হতে পারতো। সেমিফাইনাল লাইন-আপ দেখার পরে অনেকে সেটার প্রত্যাশাও করেছিলেন। কিন্তু কে জানতো শেষ চার থেকেই বিদায় নিতে হবে  ম্যানচেস্টারের দুটি দলকে।
শনিবার প্রথম সেমিফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি।রবিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে চেলসির কাছে 3-1 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তাতে ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হওয়ার পরিবর্তে হতে যাচ্ছে লন্ডন ডার্বি। 1 আগস্ট ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। পরের পর আক্রমণ শানিয়েও ম্যানইউর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের সংযোজিত সময়ের আগ পর্যন্ত গোলের দেখা পায়নি চেলসি।
ভালো খেলেও গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুটি ভুল ও হ্যারি মাগুইরির আত্মঘাতী গোলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হল ওলে গুনার শুলসারের ছাত্রদের।
ম্যাচের 45+1 মিনিটের মাথায় অলিভার জিরোড গোল করে এগিয়ে নেন চেলসিকে। বিরতি থেকে ফিরে মাসন মাউন্ট 46তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।  
74তম মিনিটে ম্যানইউর হ্যারি মাগুইরি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান হয় 3-0। 85 মিনিটে পেনাল্টি থেকে ম্যান ইউর ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here